'মানসিক স্বাস্থ্য সুরক্ষায় লকডাউনের বিকল্প ভাবা উচিত'
করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের বিকল্প ভাবা উচিত, লকডাউন মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বিকল্প চিন্তা করাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত; বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. মার্গারেট হ্যারিস মঙ্গলবার স্কাই নিউজকে এ কথা বলেন।
ডা. মার্গারেট হ্যারিস বলেন, বহু সংখ্যক লোককে লকডাউনে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে দেখেছি। যেসব দেশ লকডাউন দিয়েছে, তাদের উচিত দেশের মানুষকে বাড়তি কিছু সহায়তা দেয়া। এতে তাদের দুর্ভোগ কিছুটা কমতে পারে।
তিনি বলেন,'আমরা লকডাউন দেখতে চাই না। বিশেষ করে কঠোর লকডাউন। অর্থনীতির ওপর লকডাউনের প্রভাব ব্যাপক। লকডাউন অর্থনৈতিক এমনকি সামাজিক বিপর্যয় আনে।
এরআগে সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস অমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের সুরক্ষার সবাইকে ছুটিতে ঘোরাঘুরি বা অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান। এর পরই সংস্থাটির চিকিৎসক ডা. মার্গারেট হ্যারিস এ সতর্ক বার্তা দিলেন।
এদিকে, মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি সতর্ক করেছেন যে, এই ক্রিসমাসে ভ্রমণের কারণে করোনা সংক্রমণ বাড়বে। পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও অমিক্রন সংক্রমণ হতে পরে তাই ক্রিসমাসে ঘুরাঘুরি বন্ধ রাখার উপদেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে, অমিক্রন ঠেকাতে ফান্স ও জার্মানি ইতিমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আর বড়দিনের আগেই কঠোর লকডাউনে গেছে নেদারল্যান্ডস এবং জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লকডাউন।
কেএফ/