ইয়েমেন বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা
ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই বিমান হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কোনো মৃত্যুর খবরও এখনো পর্যন্ত নেই।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ইয়েমেনে বিমান হামলার আগে সামরিক জোট জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছিল যাতে নিজেদের কর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কারণ বিমানবন্দরটি জাতিসংঘ নেতৃত্বাধীন মানবিক ত্রাণ সহায়তার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান হামলার সময় নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনাকে বেছে নেওয়া হয়েছিল।
সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বিমানবন্দরে মোট ছয়টি জায়গায় আক্রমণ করা হয়েছে। তবে বিমান চলাচলের উপর কোনো প্রভাব পড়েনি বলে তার দাবি।
এর আগে রোববার (১৯ ডিসেম্বর) জোটের তরফে দাবি করা হয়েছিল, এই বিমানবন্দর থেকে একটি ড্রোন সৌদি আরবের এলাকায় পাঠানো হয়েছিল। সেই ড্রোন ধ্বংস করা হয়।
২০১৫ সালে হুতি বিদ্রোহীরা সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির হাজার হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি ‘ছায়াযুদ্ধে’ পরিণত হয়েছে।
এসএ/