এ বছর কত কর দেবেন ইলন মাস্ক?

ইলন মাস্ক গত সপ্তাহে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমের নজরে ২০২১ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব বা 'পারসন অব দ্য ইয়ার' হয়েছেন। আর এ সপ্তাহে খবর হলেন কত ট্যাক্স দিচ্ছেন সেটা জানিয়ে।
চলতি বছর ১১ বিলিয়ন ডলার বা ৯৬ হাজার কোটি টাকারও বেশি ট্যাক্স দেবেন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার (১৩ ডিসেম্বর) এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।
এ বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হবার পরই টুইটারে ইলন মাস্ককে কটাক্ষ করে টুইট করেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ওই টুইটে ওয়ারেন বলেন, মাস্কের কর দেওয়া উচিত।
এরই প্রতিক্রিয়ায় পাল্টা টুইটে মাস্ক বলেন, 'তিনি এ বছর ১১ বিলিয়ন ডলার ট্যাক্স দেবেন, এ যাবতকালে কর দেয়া যে কোন আমেরিকানের থেকে বেশি।'
ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারদের তালিকা অনুসারে, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার সম্পদমূল্য ২৪৪.২ বিলিয়ন ডলার।
করোনাকালীন ২০২১ সালে অনেকেই যখন হিমশিম খাচ্ছেন তখন ইলন মাস্কের জন্য বছরটি সৌভাগ্য বয়ে এনেছে। এ বছর তার কোম্পানি বিশ্বের সবচেয়ে দামী ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা হয়ে উঠেছে। চলতি বছর টেসলার বাজারমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের বেশি বেড়েছে। ফলে তার কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ফোর্ড মোটর ও জেনারেল মোটরসের সম্মিলিত মূল্যের চেয়েও বেশি।
টেসলার বৈদ্যুতিক গাড়ি দিয়ে সারা বিশ্বে সাড়া ফেলার পাশাপাশি স্পেসএক্সের রকেটগুলো একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এমনকি চলতি বছর ইতিহাসে প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় স্পেসএক্স।
কেএফ/
