অমিক্রন: যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন জেঁকে বসেছে। দেশটিতে অমিক্রন আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বড়দিনের আগে সামাজিক বিধিনিষেধ কঠোর করার কোনো চিন্তা আপাতত নেই সরকারের। সোমবার (২০ ডিসেম্বর) টাইমস রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫ জন। যা যুক্তরাজ্যের করোনার ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে এই ২৪ ঘণ্টায় অমিক্রনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০১ জন। এ নিয়ে দেশটিতে মোট অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯০৯ জনে। আগামী দিনে এ ভাইরাসের নতুন আরেক ঢেউ আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর দ্রুতগতিতে করোনার নতুন এ ধরন ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে অমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। অমিক্রন সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, এটি দ্রুত সংক্রমণশীল।
ডমিনিক রাব বলেছেন, তার দেশে অমিক্রনে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১০৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।
সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে করোনা নিয়ে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কি না, এমন প্রশ্ন করা হলে ডমিনিক রাব বলেন, ‘এ বিষয়ে তড়িঘড়ি করে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দিতে পারছি না। পরিস্থিতি মূল্যায়নে আমরা প্রকৃত তথ্যের ওপর নির্ভর করছি।’
দ্রুত সংক্রমণশীল অমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ দৃশ্যত কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলেছে, বাজারে তাদের যে টিকা বিদ্যমান রয়েছে, তা দিয়েই অমিক্রনের বিরুদ্ধে প্রথম ধাপের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করছে তারা।
টিটি/