যুক্তরাজ্যে করোনাভাইরাস শনাক্তের নতুন রেকর্ড
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫ জন। যা যুক্তরাজ্যের করোনার ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে এই ২৪ ঘণ্টায় অমিক্রনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০১ জন। এ নিয়ে দেশটিতে মোট অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯০৯ জনে।
অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কের মধ্যেই দেশটিতে শনাক্তের এই রেকর্ড হলো। এর আগে বৃহস্পতিবার আগের সব রেকর্ড ভেঙেছিল। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৮ হাজার ৩৭৬।
এই ২৪ ঘণ্টায় ১১১ জনের মৃত্যু হওয়াতে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার।
দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. সুসান হপকিন্স বলেছেন, ‘যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতি দুই দিন অন্তর সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।’
এমন পরিস্থিতিতেও যুক্তরাজ্যে লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি জনগণকে বড়দিনের আয়োজন বাতিল করতে বলছি না। কিন্তু সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’
এদিকে অমিক্রন উদ্বেগ যেন জাঁকিয়ে বসেছে পুরো দেশে, বিশেষ করে রাজধানী লন্ডনে। রাস্তাঘাটে শুনশান নীরবতা। হোটেল, রেস্তরাঁ এবং পাবগুলি গ্রাহকের জন্য চাতকের মতো অপেক্ষা করছে। হোটেল, রেস্তরাঁ এবং পাবে সেই চেনা ভিড় উধাও। আর এক সপ্তাহ পরই বড়দিনের উৎসবে মাতবে গোটা বিশ্ব। কিন্তু এই পরিস্থিতিতে লন্ডনসহ গোটা যুক্তরাজ্য উৎসবমুখর হতে পারবে কি-না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এমআরটি/এএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)