শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সু চির মামলার রায় ঘোষণা স্থগিত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির মামলার রায় ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে মিয়ানমারের সামরিক আদালত। তার বিরুদ্ধে আবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহার মামলার রায় সোমবার (২০ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। এ মামলা একটি সূত্রের বরাত দিয়ে এএফপি একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এরআগে গত ৬ ডিসেম্বর দুটি মামলায় সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনে অং সান সু চিকে কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধের এ পর্যন্ত হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়। সু চি-র বিরুদ্ধে ১১টি অভিযোগ মিয়ানমারের আদালতে তোলা হয়েছে। যার সবকয়টি তিনি অস্বীকার করেছেন।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনে আবারও সু চির দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, কারচুপির অভিযোগ এনে সে নির্বাচন বানচাল করে সামরিক জান্তা। চলতি বছর ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের।

সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তার বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে। সু চির বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১০৪ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

কেএফ/

Header Ad
Header Ad

নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়

ছবি: সংগৃহীত

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। এই ম্যাচকে সামনে রেখে নতুন রূপে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়াম। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও দুপুর ১২টার পর থেকেই মিরপুর স্টেডিয়ামের দিকে ভিড় জমাতে থাকেন দর্শকরা। এই ম্যাচকে সামনে রেখে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে।

স্টেডিয়ামের পাশে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিসিবি। আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটি ব্যবহার করা হয়েছে। এদিকে আন্দোলন কারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন মুদ্ধ। তার ওই সময়ে ছবিটিও পোস্টারের ব্যবহার করা হয়েছে।

এর আগে বিপিএলের শুরুতে আবু সাঈদ নামে গ্যালারির নামকরণ করা হয়েছে। আর প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে মুগ্ধ কর্নার। যেখানে বিনা মুল্যে পানি পান করে থাকেন দর্শকরা।

এ ছাড়াও বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। আগের ম্যাচগুলো নিরাপত্তার ঘাটতি থাকলেও ফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করতেও নিষেধ করে হয়েছে।
ঢাকাপ্রকাশ

Header Ad
Header Ad

চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নির্বাচন চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বুধবার (৫ জানুয়ারি) জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে হলে নির্বাচন অপরিহার্য। চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।" তিনি আরও বলেন, "নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাদের কাজ করার জন্য একটি নিরাপদ ও শক্তিশালী ভিত্তি থাকবে।"

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়েও কথা বলেন। তার মতে, "তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন করতে চায় এবং পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য এই সম্ভাবনাকে কাজে লাগানো। দেখা যাক, আমরা কীভাবে এগিয়ে যেতে পারি।"

এছাড়াও, প্রধান উপদেষ্টা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মন্ডল (১২) নামে মাদরাসায় পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন গাড়িটি পুলিশ আটক করলেও পালিয়েছে ঘাতক চালক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে।

হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদরাসান হিফজ বিভাগের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে শিশুটি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিট পড়ে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট