সু চির মামলার রায় ঘোষণা স্থগিত
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির মামলার রায় ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে মিয়ানমারের সামরিক আদালত। তার বিরুদ্ধে আবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহার মামলার রায় সোমবার (২০ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। এ মামলা একটি সূত্রের বরাত দিয়ে এএফপি একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এরআগে গত ৬ ডিসেম্বর দুটি মামলায় সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনে অং সান সু চিকে কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধের এ পর্যন্ত হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়। সু চি-র বিরুদ্ধে ১১টি অভিযোগ মিয়ানমারের আদালতে তোলা হয়েছে। যার সবকয়টি তিনি অস্বীকার করেছেন।
২০২০ সালের নভেম্বরের নির্বাচনে আবারও সু চির দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে, কারচুপির অভিযোগ এনে সে নির্বাচন বানচাল করে সামরিক জান্তা। চলতি বছর ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের।
সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তার বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে। সু চির বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১০৪ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
কেএফ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)