শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার চীনা টেনিস তারকার

যৌন নিপীড়নের কোন অভিযোগ করেননি বলে বাদি করেছেন চীনের টেনিস তারকা পেং শুয়াই। সিঙ্গাপুরভিত্তিক চীনা ভাষার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন পেং শুয়াই। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ এক নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন পেং শুয়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলার পর, এই প্রথম তিনি গণমাধ্যমে উপস্থিত হলেন। অভিযোগ তোলার পর গণমাধ্যমে তার অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

গত মাসে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে করা এক পোস্টে পেং শুয়াই অভিযোগ করেন, দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। পরে উইবো থেকে পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হয়। তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট টুইটারে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও নিন্দার ঝড় ওঠে।

অভিযোগ তোলার পর থেকে পেং শুয়াইয়ের খোঁজ না মেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক টেনিস তারকারা উদ্বেগ প্রকাশ করেন। এতে চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল। এ প্রেক্ষাপটে পেং শুয়াইয়ের ভিডিও সাক্ষাৎকার প্রচার করল সংবাদমাধ্যমটি।

সাক্ষাৎকারে পেং শুয়াই বলেন, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর জোর দিতে চাই। আর তা হলো আমি কখনোই মৌখিক বা লিখিতভাবে কারও বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলিনি। আমি খুব পরিষ্কারভাবে এ কথা বলতে চাইছি।'

সাক্ষাৎকারে পেং শুয়াইয়ের কাছে উইবোর পোস্টটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওটা একটি ব্যক্তিগত বিষয় ছিল। এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

কেএফ/

Header Ad
Header Ad

‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদক। ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে তার নিজ বাড়ির ছাগলের ঘর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সামাদ বাড়ির ভেতরে ছাগলের ঘরে লুকিয়ে পড়েন। পরে তল্লাশির সময় তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানায়, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, তিনি বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গেও জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে। নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন আব্দুস সামাদ। এ কারণেই তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Header Ad
Header Ad

নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়

ছবি: সংগৃহীত

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। এই ম্যাচকে সামনে রেখে নতুন রূপে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়াম। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও দুপুর ১২টার পর থেকেই মিরপুর স্টেডিয়ামের দিকে ভিড় জমাতে থাকেন দর্শকরা। এই ম্যাচকে সামনে রেখে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে।

স্টেডিয়ামের পাশে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়েছে বিসিবি। আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটি ব্যবহার করা হয়েছে। এদিকে আন্দোলন কারীদের পানি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন মুদ্ধ। তার ওই সময়ে ছবিটিও পোস্টারের ব্যবহার করা হয়েছে।

এর আগে বিপিএলের শুরুতে আবু সাঈদ নামে গ্যালারির নামকরণ করা হয়েছে। আর প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে মুগ্ধ কর্নার। যেখানে বিনা মুল্যে পানি পান করে থাকেন দর্শকরা।

এ ছাড়াও বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। আগের ম্যাচগুলো নিরাপত্তার ঘাটতি থাকলেও ফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করতেও নিষেধ করে হয়েছে।

Header Ad
Header Ad

চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নির্বাচন চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বুধবার (৫ জানুয়ারি) জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে হলে নির্বাচন অপরিহার্য। চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।" তিনি আরও বলেন, "নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাদের কাজ করার জন্য একটি নিরাপদ ও শক্তিশালী ভিত্তি থাকবে।"

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়েও কথা বলেন। তার মতে, "তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন করতে চায় এবং পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য এই সম্ভাবনাকে কাজে লাগানো। দেখা যাক, আমরা কীভাবে এগিয়ে যেতে পারি।"

এছাড়াও, প্রধান উপদেষ্টা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা