পূর্ণ ডোজ টিকা নিলেও অমিক্রন সংক্রমণ হতে পারে: ফাউসি
পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও অমিক্রনে আক্রান্ত হতে পরে, যদি না এই ক্রিসমাসে ভ্রমণ থেকে বিরত থাকা যায়; সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। খবর বিবিসির।
এই ক্রিসমাসে ভ্রমণ করোনা সংক্রমণ বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ড. অ্যান্থনি ফাউসি বলেন, এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়ানোর বিশেষ ক্ষমতা রয়েছে। এনবিসির মিট দ্য প্রেস এ অংশ নিয়ে এই সতর্ক বার্তা দিলেন ফাউচি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারি বিষয়ক উপদেষ্টা ফাউচি বলেন, অমিক্রন ইতিমধ্যে বিশ্বব্যাপী তার থাবা বসিয়েছে। অমিক্রনের উচ্চ মাত্রায় মিউটেশনের ক্ষমতা রয়েছে, তাই প্রতিটি দেশকেই এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে এ সংক্রমণ সীমিত করতে।
প্রসঙ্গত, অমিক্রনের সংক্রমণ ঠেকাতে জার্মানি ও ফান্স ইতিমধ্যে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর নেদারল্যান্ডস রোববার থেকে কঠোর লকডাউনে গেছে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লকডাউন।
কেএফ/