অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু
গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল রাইড দুর্ঘটনার শিকার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চ্যাচে হ্যারিসন নামে ১১ বছর বয়সী ওই শিশুকে নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ এ।
অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার ডেভানপোর্টে তিন দিন আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হোবার্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলো। রবিবার (১৯ ডিসেম্বর) তার লাইফসাপোর্ট খুলে দেয়া হয়।
হিলক্রিস্ট প্রাথমিক বিদ্যালের ওই ৯জন শিক্ষার্থী স্কুলের মেলায় অংশ নিয়ে বাউন্সি ক্যাসেল রাইডে চড়ে দুর্ঘটনায় শিকার হয়। শিশুদের নিয়ে বাউন্সি ক্যাসেল রাইডটি ৩২ ফুট ওপর থেকে পড়ে যায়।
আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর। তবে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক শিশু।
দুর্ঘটনায় নিহত বাকি পাঁচ শিশু হলো, এডিসন স্টুয়ার্ট(১১), জেন মিলার(১২), জে সিহান, জালাইলাহ জিয়ান-ম্যারি জোনস ও পিটার ডট।
কেএফ/