টাইফুনের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৭৫
ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ এ দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে। রবিবার (১৯ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
রাইয়ের আঘাতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল চরমভাবে বিপর্যস্ত হয়েছে। এখানে দেখা দিয়ে তীব্র খাদ্য ও পানি সংকট। উদ্ধারকাজে যোগ দিয়েছেন ১৮ হাজারের বেশি সেনা ও জরুরি সেবাদান কর্মী।
দেশটির সেবু ও বোহোলকে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। বিধ্বস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক বাড়িঘর। ভবনের পাশাপাশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভূমিধস।
দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলের গভর্নর আর্থার ইয়াপ জানান, তার নিজের শহরেই ৪৯ জনের মৃত্যর খবর পাওয়া গেছে আহত হয়েছে ১৩। নিখোঁজ ১০ জনের সন্ধান এখনও মেলেনি। বন্যাকবলিত রাজ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি।
গত বৃহস্পতিবার পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় রাই দেশটির সিয়ারগাও দ্বীপে আঘাত হানে। এর আগেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিলো কয়েক লাখ মানুষকে।
কেএফ/