শীতে আফগানিস্তানে দুর্ভিক্ষ মোকাবেলার আহ্বান দাতব্য সংস্থার
আফগানিস্তানে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। দুর্ভিক্ষ মোকাবেলা করতে জনগণের প্রতি ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের ডিজাস্টার ইমার্জেন্সি কমিটি (ডিইসি)।
অক্সফাম, ক্রিশ্চিয়ান এইড, ইসলামিক রিলিফ, ব্রিটিশ রেড ক্রসসহ যুক্তরাজ্যের ১৫টি সংস্থা একত্রে ত্রাণ সংগ্রহের কাজ করছে। আফগানিস্তানের দুর্গত মানুষকে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে সংস্থাগুলো।
এরই মধ্যে যুক্তরাজ্য সরকার ১০ মিলিয়ন পর্যন্ত ইউরো সহায়তা করবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্যসেবা খাত থেকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানের তহবিলে স্থানান্তর করতে রাজি হয়েছে।
মহামারি, আফগানিস্তানের খরা ও সংঘাত দেশকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। এ শীতে দেশটির ৫ বছরের কম বয়সী এক মিলিয়ন শিশু মরে যেতে পারে বলে সতর্ক করেছে ডিইসি।
সংস্থাটি জানায়, আট মিলিয়ন লোক উপবাসের ঝুঁকিতে রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে বলেও জানানো হয়েছে। এ ছাড়া দেশটির ২২ মিলিয়ন লোক অর্থাৎ অর্ধেক জনগণের যথেষ্ট খাবার নেই। তিন মিলিয়ন শিশু ভয়ানক পুষ্টিহীনতায় ভুগছে।
এ শীতে সেখানকার তাপমাত্রা -১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তালেবানের ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো সহায়তা বন্ধ করায় অর্থনৈতিক অবস্থা মারাত্মক খারাপ হয়েছে। এদিকে ২৫ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। এর ফলে অধিকাংশ স্থানের গমসহ অন্যান্য ফসল ধ্বংস হয়ে গেছে।
ডিইসির প্রধান নির্বাহী সালেহ সাইদ বলেন, এরই মধ্যে পরিস্থিতির ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে গেছে।
ব্রিটিশ রেড ক্রসের কর্মকর্তা মারিয়ান হর্ন বলেন, আফগানিস্তানের জনগণ দিন আনে দিন খায় এবং তারা জানে না পরের খাবার তারা কোথায় পাবে।
এসএন