যুদ্ধবিমান কেনার আলোচনা স্থগিত করবে আমিরাত
এফ-৩৫ ফাইটার জেট, ড্রোন, উন্নতমানের অন্যান্য যুদ্ধাস্ত্রসহ ২৩ বিলিয়ন ডলারের চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করবে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে হুয়াওয়ে ৫-জি প্রযুক্তির ব্যবহারসহ চীনের সঙ্গে আবুধাবির সম্পর্কের কারণে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়া অনেকটা ধীর গতিতে চলছে।
সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা জানান, প্রযুক্তিগত প্রয়োজনীয়তা, সার্বভৌমত্ব বিষয়ক সীমাবদ্ধতা এবং মূল্য বা সুবিধাদির বিশ্লেষণ পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিচ্ছে।
ওই কর্মকর্তা জানান, উন্নতমানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে এখনও যুক্তরাষ্ট্রকেই প্রাধান্য দেয় সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া এফ-৩৫ বিষয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কীভাবে স্টিলথ জেটকে কাজে লাগানো যাবে এবং এমিরেটসের জন্য এফ-৩৫ প্রযুক্তির কতটা আধুনিকায়ন অনুমোদন করা হবে সেসব বিষয়ে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আলোচনা হচ্ছিল।
পেন্টগনের মুখপাত্র জন কারবি বলেন, অস্ত্র বিক্রির চেয়ে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি কৌশলগত ও জটিল। একই সঙ্গে ওয়াশিংটন আবু ধাবির সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
সংযুক্ত আরব আমিরাত ৫০টি জেট ও ১৮টি সসস্ত্র ড্রোন কেনার জন্য চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে।
এসএন