সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৮
ছবি : সংগৃহীত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রাইভেটকার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে রাজধানীর কে-৪ জংশনের কাছে জাতিসংঘের নিরাপত্তা বহরকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটনা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এদিকে বৃহস্পতিবার সকালের এ হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট শসস্ত্র গ্রুপ আল-শাবাব। এ ঘটনার পর আল-শাবাবের মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব সংবাদ সংস্থাকে রয়টার্সকে জানান, বিস্ফোরণটি জাতিসংঘের একটি বহরের উদ্দেশে করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় তারা গুলির শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর শহরের আশপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।
মোগাদিসু পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন হাসান বলেন, আমরা আটজনের মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া আহত ১৭ জনের মধ্যে ১৩ জনই স্কুলছাত্র।
তিনি আরও বলেন, বিস্ফোরক ভর্তি একটি এসইউভি গাড়ি থেকে জাতিসংঘের নিরাপত্তা বহরকে লক্ষ্য এই আত্মঘাতী হামলা করা হয়।
সংবাদ সংস্থা রয়টার্সকে আহতদের উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদি রহমান।
ওসমান হাসপাতালের নার্স মোহাম্মদ হুসেইন রয়টার্সকে বলেন, বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে উঠেছিল। তারপরে গুলির শব্দ শুনা যায়। ধসে পড়া ছাদের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে আমাদের হাসপাতালের দেয়াল ধসে পড়েছে। হাসপাতালের বিপরীত দিকে মুকাস্সার প্রাথমিক ও মাধ্যমকি বিদ্যালয়ে দেয়াল ধসে পড়েছে।’
এদিকে আনদালুস রেডিও চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তায় থাকা পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে তারা এ হামলা চালানো হয়।
ইসলামি আইনের মাধ্যমে পরিচালিত সরকার প্রতিষ্ঠার জন্য কয়েক বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত শসস্ত্র গ্রুপ আল-শাবাব।
এসআইএইচ/এসএন