তেল নিয়ে আলোচনার পর মার্কিন বন্দি মুক্তি ভেনেজুয়েলার
তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পর দুই মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলার বামপন্থী সরকার। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা করতে জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কারাকাসে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তেল নিয়ে আলোচনার এই পদক্ষেপকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সরবরাহ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকে তেল আমদানির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও ভূমধ্যসাগরে তেল উৎপাদনকারী আরব দেশগুলো রপ্তানি বাড়াতে আগ্রহী হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় বাইডেন প্রশাসন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলেছেন ভেনেজুয়েলার তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রে সরবরাহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবে তেল রপ্তানির জন্য ভেনেজুয়েলার সঙ্গে কাজ করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছেন একাধিক আইনপ্রণেতা।
এসএ/