নাইট ক্লাবে আগুন
ব্রাজিলে ৪ জনের ৭৮ বছর কারাদণ্ড
এক দশক আগে ব্রাজিলের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্তদের মোট ৭৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ব্রাজিলের নিও গ্রান্ডে দ্য সাল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রেতে বিচারক অরল্যান্ডো ফ্রাসিনি এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, আসামিদের দোষ অনেক বেশি। এত বেশি প্রাণহানির জন্য তাঁদের দায় রয়েছে।
দেশটির সান্তা মারিয়া শহরের কিস নাইট ক্লাবে ২০১৩ সালে হওয়া অগ্নিকাণ্ডে ২৪২ জন নিহত হয়েছিলেন। ওই দিন গানের একটি দল সংগীত পরিবেশনার সময় সেখানে আগুন জ্বালিয়েছিল। পরে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
যে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ওই নাইট ক্লাবের দুই মালিক এলিসান্দ্রো কালেগারো স্পোরের (৩৮) সাড়ে ২২ ও মারো লন্দ্রেরো হফম্যানের (৫৬) সাড়ে ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর দুই ব্যক্তি লুসিয়ানো বনিলহা লিয়াও (৪৪) ও মার্সেলা দ্য জেসাস ডস সান্তোসের (৪১) ১৮ বছর করে কারাদণ্ড হয়েছে। নাইট ক্লাবে নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তদন্তের পর পুলিশ জানায়, গানের দলের জ্বালিয়ে রাখা আগুন থেকেই ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে অনেকে পুড়ে মারা যান। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়েও মারা যান অনেকে।
ওই তদন্তে আরও জানা যায়, নাইট ক্লাবে অগ্নিনির্বাপণব্যবস্থা কার্যকর ছিল না। ক্লাবে থেকে বের হওয়ার জন্য মাত্র দুটি দরজা ছিল। জরুরি নির্গমনব্যবস্থাও ভালো ছিল না।
এসএ/