বাইডেন-শলৎজ প্রথম ফোনালাপ
জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎজকে সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চ্যান্সেলর হওয়ার পর শলৎজের সঙ্গে বাইডেনের এটাই প্রথম কথোপকথন। দুই নেতার আলোচনায় ইউক্রেন সীমান্তের উত্তেজনাপূর্ণ বিষয়টি গুরুত্ব পায়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
বাইডেন জার্মান চ্যান্সেলরে সঙ্গে কথোপকথনের বিষয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন,আজ জার্মানির নতুন চ্যান্সেলরকে শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বললাম।' সেইসঙ্গে দুই দেশের মধ্যে সহযোগীতাপূর্ণ মনোভাব বজায় রাখার বিষয়টি পুনরায় নিশ্চিত করে এ সম্পর্ক আরও বেশি দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বাইডেন।
বাইডেন ও শলৎজের কথোপকথনের পর হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইউক্রেনের আশপাশে রাশিয়ার সামরিক তৎপরতাসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
কেএফ/