শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসরায়েলের কারাগারে বন্দিদের দুঃস্বপ্ন: নির্যাতনের ক্ষত, ধর্ষণ ও মানসিক অসুস্থতা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগারে বন্দি জীবন যেন এক দুঃস্বপ্ন। শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার, এমনকি যৌন সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে অনেকেই এসব কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কেউ দেহে চিরস্থায়ী ক্ষত নিয়ে, কেউ মানসিক রোগী হয়ে, আবার কেউ বা ধর্ষণের শিকার হয়ে।

এক সময় শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী ছিলেন ফিলিস্তিনি শরীরবিদ মোয়াজাজ ওবাইয়েত (৩৭)। কিন্তু ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ৯ মাস কারাগারে থাকার পর তাঁর জীবন একেবারে বদলে যায়। সদ্য বিদায়ী বছরের জুলাইয়ে মুক্তি পেলেও তিনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। তিন মাসের মধ্যেই অক্টোবরে আবারও তাঁকে আটক করে ইসরায়েলের সেনাবাহিনী।

মুক্তির পর শারীরিক পরীক্ষায় তাঁর তীব্র পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ধরা পড়ে। বেথলেহেম সাইকিয়াট্রিক হাসপাতালের চিকিৎসকদের মতে, ইসরায়েলের কেতজিয়ত কারাগারের অমানবিক পরিবেশ ও নির্যাতনের কারণেই এই মানসিক রোগে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসা নথিতে উল্লেখ করা হয়েছে, মোয়াজাজ শারীরিক ও মানসিকভাবে সহিংস নির্যাতনের শিকার হয়েছেন।

মোয়াজাজ ওবাইয়েতের মতোই ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অনেক ফিলিস্তিনিই মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। তাঁদের কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছেন, কেউ মানসিকভাবে বিপর্যস্ত, আবার কেউ ধর্ষণ ও যৌন সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারগুলোতে বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা, এবং অমানবিক পরিস্থিতিতে রাখার প্রমাণ পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ২০২৩ সালের ৭ অক্টোবরের গাজা যুদ্ধের পর আটক হওয়া চার ফিলিস্তিনির সঙ্গে কথা বলে। তাঁরা জানিয়েছেন, কারাগারে মারধর, খাবার ও ঘুম থেকে বঞ্চিত করা, এবং কঠোর শারীরিক ও মানসিক পরিস্থিতিতে থাকতে বাধ্য করা হয়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে বন্দিদের অভিজ্ঞতার সঙ্গে মানবাধিকার সংস্থার তদন্তের তথ্যের মিল রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নির্যাতনের কিছু অভিযোগ তারা তদন্ত করছে। তবে কারাগারে পরিকল্পিত নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তারা। একইসঙ্গে সেনাবাহিনী পৃথক ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, ইসরায়েলি অধিকার সংগঠন পিসিএটিআই-এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার জানিয়েছেন, বন্দিদের অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই অভিন্ন। এসব নির্যাতনের প্রভাব শুধু ব্যক্তির ওপর নয়, পুরো পরিবার এবং সমাজেও বিপর্যয়কর প্রভাব ফেলছে।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দীবিষয়ক কমিশনের প্রধান কাদৌরা ফেয়ারস মনে করেন, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের অনেকেই শারীরিক ও মানসিক ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে।

৭ অক্টোবরের পর ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন এবং বন্দি নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের দুর্দশা এবং তাদের শারীরিক ও মানসিক ক্ষতির করুণ চিত্র মানবাধিকারের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ধরছে। এই নির্যাতনের দুঃসহ স্মৃতি বন্দিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং ফিলিস্তিনি সমাজব্যবস্থার গভীরে আঘাত করছে। সূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা আর নেই

চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ছবি: সংগৃহীত

মারা গেছেন জনপ্রিয় ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ৪ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

গত ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।

চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ছবি: সংগৃহীত

এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র নিশাত মণি বলেছিলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’

এর আগে নিশাত মণি জানিয়েছিলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না।

অসাধারণ নৃত্যশিল্পী তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামি নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

Header Ad
Header Ad

গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) রাতে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী পর্বত সিনেমা হলের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয়। অপর দুজন সহযোগী পালিয়ে যায়। এ সময় সাজিদুলের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Header Ad
Header Ad

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় হার

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় ম্যাচে হারলো ঢাকা ক্যাপিটালস। এখনও পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে না পারা দলটি শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরে বসে।

টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান। জবাবে, থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ১৫৩ রানে থেমে যায় ঢাকা ক্যাপিটালসের ইনিংস।

খুলনার ইনিংসে প্রথমদিকে ভালো শুরু করলেও মাঝখানে উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। তবে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমান এবং আবু হায়দার রনির ঝোড়ো ব্যাটিং দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ঢাকা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারেই লিটন দাস (২ রান) এবং স্টিফেন ইস্কেনাজিকে পরপর দুই বলে আউট করেন। এরপর তানজিদ হাসান তামিম (১৫ বলে ১৯), শাহাদত হোসাইন (৩ রান) এবং শুভাম রানজান (৬ রান) দ্রুত ফিরে গেলে ৪১ রানের মাথায় ঢাকার ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

অধিনায়ক থিসারা পেরেরা একাই লড়াই চালিয়ে যান। ৬৭ বলে ১০৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেললেও তার লড়াই জয় এনে দিতে পারেনি।

মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি এবং জিয়াউর রহমানের দারুণ বোলিংয়ে চাপ সৃষ্টি করতে সক্ষম হয় খুলনা টাইগার্স। মিরাজ তার স্পেলের শুরুতেই ঢাকার দুই ওপেনারকে ফিরিয়ে দেন, যা ম্যাচে বড় ভূমিকা রাখে।

ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা এবং খুলনার বোলারদের দাপুটে পারফরম্যান্সের কারণে ম্যাচটি তাদের হাতছাড়া হয়। টানা তিন ম্যাচ হারায় ঢাকার পয়েন্ট টেবিলের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। অন্যদিকে, খুলনা টাইগার্সের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা আর নেই
গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় হার
সাকিবকে ফেরাতে শেষ চেষ্টা করবে বিসিবি  
৬টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়াল অন্তর্বর্তী সরকার
বগুড়ায় প্রতি কেজি ফুলকপি ২ টাকা! বিপাকে কৃষক  
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত  
আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির
শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট পেয়েছি, এর বেশি তথ্য নেই: জয়সওয়াল  
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!  
কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন: রেজাউল করিম  
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  
এক যুগেরও অধিক সময় পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  
বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২