ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি ৪৫ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় একদিনে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে।
গত ১৪ মাসে ইসরায়েলের নিরলস হামলায় ফিলিস্তিনে আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৮৪ জন। তবে পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়া বহু মানুষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজে বাধা সৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজনই নিজ উদ্যোগে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
ফিলিস্তিনের এই পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হলেও হামলা থামানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।