ইসরায়েলের তেল আবিবে সন্ত্রাসী হামলা, বহু হতাহত
ছবি: সংগৃহীত
ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে একটি বাস স্টপে সন্দেহজনক সন্ত্রাসী হামলায় ৩৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (২৭ অক্টোবর) সকালে একটি ট্রাক গ্লিলট জংশনের কাছে বাসস্টপে ওঠে গেলে এই ঘটনা ঘটে। ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবার বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার হিব্রু বার্ষিকীতে এই ঘটনাটি ঘটেছে। একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এটি কোনও সন্ত্রাসী হামলা ছিল কি-না এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানায়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আরও সাতজনের অব্স্থা স্থিতিশীল এবং অপর ২০ জন সামান্য আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক। কাছাকাছি একটি জাদুঘরে আয়োজিত এই স্মরণসভায় অংশ নিতে এসেছিলেন তারা।