ইরানের শত্রুদের পরাজিত করার অঙ্গীকার খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের শত্রুদের পরাজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি এই অঙ্গীকার করেন।
আয়াতুল্লাহ খামেনি বলেন, "সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আমাদের মধ্যে নেই, তবে তার আদর্শ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। তার শাহাদাতের ফলে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। তার এই ক্ষতি বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খামেনি বলেন, "আমাদের শত্রুরা মুসলিমদের মধ্যে বিভেদ ও ঘৃণার বীজ বপন করার চেষ্টা করছে। এরা একই শত্রু যারা ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয়, ইরাকি, ইয়েমেনি ও সিরীয়দের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"
গত বছর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পদক্ষেপকে সঠিক বলে অভিহিত করে খামেনি বলেন, "লেবানিজ ও ফিলিস্তিনিরা দখলদারিত্বের বিরুদ্ধে লড়ছে। ফলে তাদের প্রতিরোধ করার অধিকার কোনো আন্তর্জাতিক আইনে বাধাগ্রস্ত হতে পারে না।"
খুতবায় খামেনি আরও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন এবং বলেন, "ইসরায়েলের মতো জাল সত্তা মার্কিন সমর্থনের কারণে টিকে আছে, তবে এর শিকড় মাটিতে নেই। একদিন এটি উপড়ে ফেলা হবে।"
খুতবায় অংশ নিতে হাজার হাজার মানুষ তেহরানে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা, আবার অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।