১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস
জিম্মি ইসরায়েলি মুক্তি চেয়ে স্বজনরা নানা কর্মসূচি পালন করছেন। ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধবিরতির মধ্যে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যারা প্রায় সাত সপ্তাহ ধরে গাজা উপত্যকায় বন্দি ছিলেন। এসব জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তুলে দিয়েছেন হামাসযোদ্ধারা। মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু। খবর এপির
হামাসের দুটি সূত্রের বরাতে এএফপি বলছে, মিশর হয়ে ইসরায়েলে ফেরার জন্য রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করেছে হামাস। সূত্রটি বলছে, শুক্রবার (২৪ নভেম্বর) জিম্মিদের রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। যারা তাদের মিশরীয়দের কাছে নিয়ে যাবে রাফাহ ক্রসিংয়ে। এজন্য তাদের মিশরীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের গ্রহণ করবে ইসরায়েলি কর্মকর্তারা।
যুদ্ধ বিরতির চুক্তির অধীনে এটি জিম্মিদের প্রথম দল মুক্তি পেল বলে জানিয়েছে হামাসের সামরিক শাখার একটি সূত্র। একই তথ্য নিশ্চিত করে টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মুক্তি পাওয়া জিম্মিদের অ্যাম্বুলেন্সে করে গাজার খান ইউনিস থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে আসা হচ্ছে।
এদিকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নিশ্চিত করেছেন , ১২ জন থাই নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস। একটি টুইটে তিনি বলেছেন, একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ১২ জন থাই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা গাজা ছেড়ে ইসরায়েলের একটি হাসপাতালে যাচ্ছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। বিরতির প্রথমদিন মুক্তি পাবেন ১৩ জন। চুক্তির শর্ত মেনে, ১৩ ইসরায়েলিকে ছেড়ে দিয়েছে এ সশস্ত্র গোষ্ঠী।