বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণের সুযোগ এক ভিসাতেই

ছবি সংগৃহিত

ভ্রমণ ও পর্যটনখাত সমৃদ্ধ করতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি।

ইউরোপের শেনচেন ভিসার আদলে একক ভিসায় একাধিক দেশে ভ্রমণের সুযোগ দিতে জোটের স্বরাষ্ট্রমন্ত্রীদের টানা ৪০ দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের ছয় দেশ— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর নাগরিক ও পর্যটকেরা এ সুবিধা ভোগ করতে পারবেন।জিসিসি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের ৪০তম বৈঠক শেষে এ ঘোষণা দেন জোটটির প্রেসিডেন্ট সৈয়দ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি। তিনি বলেন, জোটের সব সদস্যের সর্বসম্মতিক্রমে একক ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেটি কার্যকর করা হবে ২০২৪-২৫ সালে। এরমাধ্যমে এ ছয়টি দেশের নাগরিকদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগ অনেক সহজ হয়ে যাবে।

ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবার দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ৪০ তম সম্মেলন ছিল মাস্কাটে। সেখানেই এই ঘোষণা আসে। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মেদ আল বুদাইবি এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

এ বিষয়ে জসিম আল বুদাউই বলেন, ‘ইউনিফায়েড গালফ ট্যুরিস্ট ভিসা এমন একটি প্রকল্প, যা জিসিসির ছয়টি দেশের মধ্যে বসবাসকারী এবং পর্যটকদের চলাচল সহজতর ও সুগম করতে অবদান রাখবে। অর্থনৈতিক ও পর্যটন খাতেও নিঃসন্দেহে এর ইতিবাচক প্রভাব পড়বে।’

ওই বৈঠকে আরও বেশ কয়েকটি ব্যাপারে একমত হয়েছেন উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে একটি হচ্ছে, ট্রাফিক আইন নিয়ে সদস্য দেশগুলোতে একটি ইলেকট্রিক সিস্টেম চালু করা।

জানা গেছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। বৈশ্বিক অর্থনীতির খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত। বিশেষ করে করোনা-পরবর্তী সময়ে এই খাত থেকে আয় বেড়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জিসিসির এই ইউনিফায়েড বা একক ভিসা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য ‘গেম চেঞ্জার’ হবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক গত মাসে বলেছিলেন, ইউনিফায়েড ভিসা হলো জিসিসির ২০৩০ লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম প্রধান উপাদান। এর লক্ষ্য ভ্রমণ খাতের মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল করা।

Header Ad

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ

ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৪টি দেশের হাফেজদের পেছনে ফেলে কুয়েতে অনুষ্ঠিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপে (৮-১২ বছর বয়স) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরা।

হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গোপালগঞ্জের এই প্রতিভাবান কোরআন হাফেজ এর আগেও ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই অসাধারণ সাফল্যে পুরো দেশ গর্বিত।

এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপেও বাংলাদেশ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এ কৃতিত্ব বাংলাদেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “আনাসের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। আল্লাহ যেন তাকে এবং আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’ ১৪ নভেম্বর শুরু হয়। এতে অংশগ্রহণকারী ৭৪ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের সাফল্য কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধার প্রতিফলন

Header Ad

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে।

অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে- একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।

দ্রুতই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, (রাজনৈতিক) সমঝোতা হতে হবে।

তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সমঝোতার চেষ্টা চলতে থাকবে, কোনটা তারা চান, কোনটা চান না। সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর।

Header Ad

মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

বুধবার (২০ নভেম্বর) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে স্ক্যালোনির দল বছরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জন্য জয়ের নায়ক হয়ে ওঠেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এদিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৮তম অ্যাসিস্ট করেন, যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নিয়ে এসেছে।

এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

উরুগুয়ের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে ফেদরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এর পরেও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের ফরোয়ার্ডরা।

১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে।

আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে বছর শেষ হলেও ব্রাজিলের জন্য এটি হতাশার এক অধ্যায় হয়ে থাকল।

Header Ad

সর্বশেষ সংবাদ

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ