সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে সৌদি গেজেট সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক টুইটবার্তায় আইএসি বলেছে, কেবল জ্যোতির্বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করে তারা এ সম্ভাবনার কথা জানিয়েছে। ঈদ কবে হবে সেটা শাওয়াল মাসের চাঁদ দেখে নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি বলছে, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরব ও মুসলিম বিশ্বের কোনো স্থান থেকে খালি চোখে নতুন চাঁদ দেখা সম্ভব নয়। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া সেদিন আরব ও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তাই ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শনিবার।
বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০টি রোজা হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। এ হিসেবে আগামী রবিবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।
এসজি