গাজার পর এবার লেবাননে ইসরায়েলের হামলা
ফিলিস্তিনে হামলার পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলি বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে অভিযানের মাধ্যমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিমান হামলা চালায়। শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের উপর দুই দফায় হামলা চলায় ইসরায়েলি বাহিনী। এরই জেরে ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। আর গাজায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এখন ‘লেবাননে হামলা’ করছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৭ মিনিটে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, ইসরায়েল বর্তমানে লেবাননে হামলা চালাচ্ছে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী টায়রে একটি শরণার্থী শিবিরের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির একটি টিভি।
এর আগে ইসরায়েলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতি প্রকাশ করার পর কয়েক ঘণ্টা পর গাজায় ইসরায়েলি হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তার দেশের শত্রুদের ‘যেকোনো আগ্রাসনের মূল্য ঠেকাতে হবে’।
অবশ্য লেবানন বা গাজায় ইসরায়েলি হামলার পরও সেখানে নিহত বা আহত হওয়ার কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
এসএন