অস্ত্রধারীর গুলিতে ইরানে দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নিহত
একজন অস্ত্রধারী গোপনে হামলা করে ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিসতান-বালুচিস্তানে দুজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে প্রেট্রোল ডিউটির সময় হত্যা করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য দিয়েছে।
শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজের সময় গোলশান শহরে এই পুলিশ অফিসাররা নিরাপত্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলেও উল্লেখ করেছে ইরনা।
গুলিতে মারা গিয়েছেন লেফটেন্যান্ট মোহসেন পুদনেহি ও লেফটেন্যানেন্ট এহসান শারাখি। তারা অপরাধীদের হাতে শহীদ হয়েছেন বলে লিখেছেন তারা।
আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত প্রদেশ হলো সিসতান-বেলুচিন্তান। এই প্রদেশে সেপ্টেম্বরে একজন পুলিশ অফিসারের ধর্ষণের অভিযোগের বিচারের দাবীতে দুই সপ্তাহের বেশি ধরে বিক্ষোভ চলছে।
মাশা আমিনি নামের সেই মেয়েটি ২২ বছরের একজন কুর্দি। তিনি ইরানের ইসলাম সম্মতভাবে মেয়েদের পোশাক না পরার অভিযোগে রাজধানী তেহরানে গ্রেফতার হয়েছিলেন। তিনি পুলিশের হেফাজতে মারা গিয়েছেন। এরপর পুরো দেশে এই ঘটনার বিচারের দাবীতে বিক্ষোভ হয়েছে।
এই প্রদেশটি ইরানের সবচেয়ে গরীব প্রদেশের একটি। বেলুচ সংখ্যালঘু সম্প্রদায়ের আবাসস্থল। তারা ইরানের বেশিরভাগ মানুষের মতো শিয়া নন, সুন্নি মুসলিম সম্প্রদায়ের।
এর আগে এই অঞ্চলে মাদক চোরাকারবারী দলগুলোর মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে ও সুন্নি ধর্মান্ধ দল এবং বেলুচ সংখ্যালঘু চরমপন্থীদের মধ্যে সংঘাত হয়েছে।
ওএফএস/এএস