সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকেই বিয়ে করলেন বাবা!
লিউ লিয়াংগে এবং তার ৪র্থ স্ত্রী। ছবি: সংগৃহীত
ব্যাংকের উচ্চপদস্থ কর্মী লিউ লিয়াংগে, যিনি এর আগে তিনটি বিয়ে করেছেন এবং ব্যক্তিগত জীবনে বেশ বিতর্কিত। এবার নিজের ছেলের সাবেক প্রেমিকাকে বিয়ে করে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি সামনে আসতেই চারদিকে হৈচৈ পড়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশে।
লিউ লিয়াংগে পেশাগত জীবনে প্রভাবশালী হলেও তাঁর বিরুদ্ধে ছিল ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে উচ্চ পদে আসীন হওয়ার পর প্রায় ৩৮৮৭ কোটি টাকার বেআইনি ঋণ অনুমোদন এবং ১৪১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এসব কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে তাঁর ব্যক্তিগত জীবনের গল্প আরও নাটকীয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লিউয়ের ছেলে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর আগে ছেলের প্রেমিকাকে দেখতে চান লিউ। কিন্তু বাবার সামনে প্রেমিকাকে পরিচয় করানোর পর থেকেই ছেলের জীবনে বিপর্যয় নেমে আসে।
লিউ ছেলেকে বোঝাতে থাকেন, "মেয়েটি তোমাকে ভালোবাসে না। তোমার সম্পত্তির লোভেই সে সম্পর্ক করছে। এমন মেয়েকে বিয়ে করলে জীবনে বিপদ ডেকে আনবে।" বাবার কথায় আস্থা রেখে ছেলেটি সম্পর্ক ভেঙে দেন।
কিন্তু কয়েক মাসের মধ্যেই ছেলেটি জানতে পারেন, তাঁর সাবেক প্রেমিকাকে বিয়ে করেছেন নিজ বাবা লিউ। জানা যায়, সম্পর্ক ভাঙার পর থেকেই লিউ ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। প্রতিদিন দামি উপহার পাঠানো, ভালোবাসার কথা জানানো—সবকিছুই চলতে থাকে। অবশেষে তরুণী লিউয়ের প্রেম প্রস্তাবে সাড়া দেন, এবং তাঁরা বিয়ে করে ফেলেন।
এই ঘটনায় লিউয়ের ছেলে এতটাই মানসিক আঘাত পান যে, তিনি গভীর বিষণ্ণতায় ভুগতে শুরু করেন। পরে তাঁকে মানসিক স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিতর্কে জড়ানো লিউ লিয়াংগের এই কাণ্ড সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা