অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন পাকিস্তানি তরুণ
পর্বতারোহী সিরবাজ খান। ছবি: সংগৃহীত
অনন্য এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের পর্বতারোহী সিরবাজ খান। অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছেন পাকিস্তানি এই পর্বতারোহী। দ্বিতীয় পাকিস্তানি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়া জয় করেছেন সিরবাজ খান। তবে অক্সিজেন ছাড়া তিনিই প্রথম এভারেস্টের চুড়ায় পর্দাপন করেছেন। খবর আনাদলু নিউজ এজেন্সির।
জানা যায়, স্থানীয় সময় (২২ মে) অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছেছেন সিরবাজ খান। অক্সিজেন ব্যবহার না করেই একমাত্র দ্বিতীয় পাকিস্তান হিসেবে পাহাড়ে চড়েছেন এই ব্যক্তি। তবে এর আগে বোতলজাত অক্সিজেন ব্যবহার করে ৮৮৪৯মিটার চুড়া অতিক্রম করেছিলেন তিনি।
অক্সিজেন সাপোর্ট না নিয়ে ৮ হাজার মিটারের বেশি ১১ টি চূড়া আরোহণ করেছেন সিরবাজ খান। এর আগে ৮ হাজার মিটারের ১৩ টি শৃঙ্গের মধ্যে অক্সিজেনের সহায়তায় শুধুমাত্র অন্নপূর্ণা এবং কাঞ্চনজঙ্ঘা অতিক্রম করেছেন তিনি।
View this post on Instagram
সিরবাজ হলেন প্রথম পাকিস্তানি যিনি বিশ্বের ১৪ টি সর্বোচ্চ চূড়ার মধ্যে দশটিরও বেশি চূড়া ইতিমধ্যেই আহরণ করে ফেলেছেন।