সিঙাড়ায় কামড় দিতেই বেরিয়ে এল কনডম !

ফাইল ছবি
সকাল অথবা সন্ধার নাস্তায় অনেকেরি প্রথম পছন্দ স্ন্যাকস, সিঙাড়া কিংবা সামুছা। কিন্তু এবার সেই সিঙাড়ার ভেতর পাওয়া গেল কনডম, গুটখা এবং পাথর। সম্প্রতি ভারতের পুনেতে ঘটেছে এই ঘটনা।
জানা যায়, সম্প্রতি একটি অটোমোবাইল প্রধানের ক্যান্টিনে পরিবেশিত বেশ কয়েকটি সিঙাড়ায় কনডম, গুটখা এবং পাথর পাওয়া যাওয়ার পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিঙাড়ায় এই ভেজালটি একজন সাব-কন্ট্রাক্টর দ্বারা সম্পাদিত একটি ইচ্ছাকৃত কাজ ছিল, যার সরবরাহ চুক্তি আগেই শেষ হয়ে গেছে।
থানার একজন কর্মকর্তা বলেন, '২৭ শে মার্চ, অটোমোবাইল কোম্পানির ক্যান্টিনে পরিবেশিত সিঙাড়াগুলিতে কর্মীরা কনডম, নিষিদ্ধ গুটখা এবং পান মশলা এবং কিছু পাথরও খুঁজে পান। তারপরই ক্যাটারিং কোম্পানির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে।',
তিনি আরো বলেন, “তদন্ত থেকে জানা গেছে যে ক্যাটারিং ঠিকাদার স্থানীয় একটি সংস্থাকে সিঙাড়ার সরবরাহের জন্য একটি সাব-কন্ট্রাক্ট দিয়েছিল। এই সংস্থার সিঙাড়ায় প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত আঠালো ব্যান্ডেজ পাওয়া যাওয়ার পর এই সাব-কন্ট্রাক্ট বাতিল করা হয়। এই সাব-কন্ট্রাক্ট পরবর্তীতে অন্য একটি সংস্থাকে দেওয়া হয়। তদন্তে জানা যায়, আগের সাব-কন্ট্রাক্টর তার দুই কর্মচারীকে নতুন সাব-কন্ট্রাক্টরের কাজে নাশকতার জন্য পাঠিয়েছিল। তারপরই এই সমস্যার সৃষ্টি হয়।”
