সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চার ঘাঁটি ও অসংখ্য সৈন্য হারিয়েছে জান্তা

আরাকান আর্মি।- ফাইল ছবি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দল আরাকান আর্মীর কাছে কোন ভাবেই পেরে উঠছেনা জান্তা প্রশাসন। প্রতিনিয়ত সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে দেশটিতে। ইতিমধ্যে বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে গত তিন দিনে মিয়ানমারে জান্তা বেশ কিছু সৈন্যসহ আরও চারটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে। এর মধ্যে দেশটির সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের সদরদপ্তরও রয়েছে।

বুধবার থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা বাহিনী সাগাইং অঞ্চলের একটি শহর পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে। সম্প্রতি পিডিএফের যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেয়। শহরটিতে বর্তমানে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন, সাগাইং, ম্যাগওয়ে, মান্দালয় এবং তানিনথারি অঞ্চলজুড়ে সেনা-বিদ্রোহী সংঘর্ষ চলছে। রাখাইনের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বলেছে, প্রায় এক মাসের নিরবচ্ছিন্ন হামলার পর মঙ্গলবার মিনবিয়া শহরের বাইরে জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও ৫৪১ ব্যাটালিয়নের সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

রাখাইনে দুটি ঘাঁটি হারিয়েছে জান্তা
মিনবিয়ার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, দুটি সামরিক ঘাঁটি দখলের সময় কয়েক ডজন জান্তা সৈন্য ও তাদের পরিবারের সদস্যরা এএ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে।

এর আগে, একই এলাকায় গত ২৮ জানুয়ারি লাইট ইনফ্যান্ট্রি ৩৮০ ব্যাটালিয়নের সদরদপ্তরও দখলে নেয় আরাকান আর্মির যোদ্ধারা। মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান ও গানবোট থেকে গোলাবর্ষণ সত্ত্বেও সেটি বিদ্রোহীদের দখলে যায়।

আরাকান আর্মি বলেছে, তাদের যোদ্ধারা গত তিন দিনের হামলার পর মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া মংডু শহরে জান্তার সীমান্তরক্ষী ঘাঁটি তাউং পিয়ো দখলে নিয়েছে। এর আগে, রোববার তাউং পিয়োর ফাঁড়িগুলোতে একযোগে আক্রমণ শুরু করে আরাকান আর্মির যোদ্ধারা। একই দিনে তাউং পিয়োর ডান পাশের সামরিক ঘাঁটি দখলে নেওয়া হয়।

অবিরাম হামলার মুখে টিকতে না পেরে কয়েক ডজন জান্তা সৈন্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। তারা বলেছে, দুটি ফাঁড়িতে আরাকান আর্মির প্রবল আক্রমণের কারণে দুই শতাধিক জান্তা সৈন্য ও পুলিশ কর্মকর্তা বাংলাদেশে পালিয়েছে।

মঙ্গলবারও রাখাইনের ম্রাউক-ইউ, কিয়াউকতাও, রামরি, অ্যান এবং মাইবোন শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ১০ দিনে উত্তর রাখাইনে অন্য আরও দুটি জান্তা ঘাঁটি দখলে নিয়ে আরাকান আর্মি।

সাগাইংয়ের কাওলিন শহর পুনর্দখলের চেষ্টা জান্তার, পিডিএফের সাথে তুমুল লড়াই
মঙ্গলবার সাগাইং অঞ্চলের কাওলিন শহরে স্থানীয় পিডিএফ গোষ্ঠীগুলোর সাথে জান্তা সৈন্যদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। জান্তা বাহিনীর অন্তত ছয়টি সৈন্য দল একাধিক দিক থেকে কাওলিন পুনর্দখলের চেষ্টা করে। বর্তমানে এই শহরটি মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিরোধ গোষ্ঠী ও বাসিন্দারা জানিয়েছেন।

গত ৬ নভেম্বর শহরটির দখল নেয় এনইউজি ও পিডিএফের যোদ্ধারা। এরপর থেকে শহরটিতে ঘন ঘন বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এর ফলে কাওলিনে অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরটির নিয়ন্ত্রণকারী প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান থেকে হামলা ও কামানের গোলা ছোড়া হয়েছে।

ম্যাগওয়ে শহরে জান্তা-নিযুক্ত প্রশাসক নিহত
সোমবার ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিওতে অতর্কিত হামলা চালিয়ে শহরটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মেজর চ্যান মায়া অংসহ অন্তত তিনজনকে হত্যার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠী পিডিএফ।

পিডিএফের যোদ্ধারা ইয়েসাগিও শহরের প্রবেশপথে মেজর এবং তার সহকর্মীদের বহনকারী ছোট গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। জান্তা বাহিনীর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৫৮ থেকে শহরে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পিডিএফ।

ম্যাগওয়ে শহরে জ্বালানি ট্যাংক বহনকারী সামরিক গাড়িতে অতর্কিত হামলা
মঙ্গলবার ম্যাগওয়ে অঞ্চলের সিকফিউ শহরে জ্বালানি ট্যাংক বহনকারী জান্তার একটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ অন্তত দুই সৈন্য নিহত হয়েছে। পিডিএফের পাকোক্কু জেলার ব্যাটালিয়ন-৪ এই হামলার সমন্বয় করেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

পিডিএফ জানিয়েছে, স্থল মাইনের বিস্ফোরণ ঘটানোর পর সামরিক বাহিনীর গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। পরে প্রতিরোধ যোদ্ধারা গাড়িতে থাকা দুই জান্তা সৈন্যকে গুলি চালিয়ে হত্যা করে। একই সঙ্গে সেখান থেকে দুটি ভারী আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

তানিনথারিতে জান্তার ঘাঁটি দখল
দেশটির সামরিক জান্তাবিরোধী প্রতিরোধ গোষ্ঠী বা হতু আর্মি বলেছে, সোমবার তানিনথারি অঞ্চলের দাওয়েই শহরে জান্তার দুটি ব্যাটালিয়নের সদরদপ্তরের কাছের মে ওয়ে পাহাড়ের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দাওয়েই কালেকটিভ কলাম নামের একটি প্রতিরোধ গোষ্ঠীর সাথে যৌথভাবে হামলা চালিয়ে এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

অভিযানের সময় প্রতিরোধ বাহিনী ঘাঁটি থেকে কিছু সামরিক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

মান্দালয়ের মাইংইয়ানে তীব্র সংঘর্ষ
সোমবার রাতে মান্দালয় অঞ্চলের মাইংইয়ান শহরের দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা তীব্র লড়াইয়ের পর মায়াউক কিয়ুন গ্রামে জান্তার ৮০ জন সৈন্যের একটি সামরিক ঘাঁটি দখলের চেষ্টা করেছে প্রতিরোধ যোদ্ধারা। পিডিএফ সহযোগী প্রতিরোধ গোষ্ঠী এনগাজুনও এই হামলায় অংশ নিয়েছে।

সূত্র: দ্য ইরাবতি।

Header Ad
Header Ad

নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিন মাসের জন্য শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ট্রাম্প বরাবর লেখা চিঠিতে ইতোমধ্যে সই করেছেন প্রধান উপদেষ্টা। খুব দ্রুত চিঠি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। এরপর যুক্তরাষ্ট্রের যারা ট্রেড দেখেন তাদের কাছে অর্থ উপদেষ্টা আরও একটা চিঠি দেবেন বলেও জানান তিনি।

প্রেস উইং জানায়, চিঠিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন মাসের জন্য বাংলাদেশের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ স্থগিত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন। যাতে করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ নিয়েছি। এ ছাড়া ফেব্রুয়ারিতে উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা চিঠিতে উল্লেখ করেছেন। তখন থেকেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার জন্য নিবিড়ভাবে কাজ করে আসছে।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, ভুট্টা এবং সয়াবিনের মতো কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। যার ফলে মার্কিন কৃষকদের সুবিধা প্রদান করবে।

প্রেস উইং জানায়, দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন রপ্তানির ওপর বাংলাদেশের শুল্ক সর্বনিম্ন। চিঠিতে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, মার্কিন পণ্যের ওপর আরও শুল্ক হ্রাস করা হচ্ছে, যার মধ্যে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সরঞ্জামের মতো শীর্ষ মার্কিন রপ্তানি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রেস উইং আরও জানায়, ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বস্ত করেছেন, তার বাণিজ্য এজেন্ডাকে সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য বাংলাদেশ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়াও বাংলাদেশের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত বিবরণসহ বাণিজ্য উপদেষ্টা শিগগিরই মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে একটি চিঠি পাঠাবেন।

Header Ad
Header Ad

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকাসহ সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবে, যা পরে বড় একটি গণবিক্ষোভে পরিণত হতে পারে। এতে যানজটের সমস্যা বাড়বে এবং দূতাবাসের কাছে প্রতিবাদ আন্দোলন হতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানায়, যদিও বিক্ষোভগুলো শান্তিপূর্ণ হতে পারে, তবে তা সংঘর্ষে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বড় সমাবেশ এবং বিক্ষোভ থেকে দূরে থাকতে, এবং যেকোনো জনসমাগমের আশপাশে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তারা আরও বলে, নাগরিকদের উচিত তাদের নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করা এবং স্থানীয় পরিবেশ ও সংবাদমাধ্যম থেকে হালনাগাদ তথ্য গ্রহণ করা।

এছাড়া, দূতাবাস মার্কিন নাগরিকদের জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন বহন করার পরামর্শ দিয়েছে এবং জনসমাগম ও বিক্ষোভ থেকে বেঁচে চলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত চলমান গণহত্যার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা নিষিদ্ধ। প্রতিটি প্রাণহানি, প্রতিটি শিশু এতিম হওয়া এবং প্রতিটি পরিবারের উদ্বাস্তু হওয়া—এগুলোই সংকট সমাধানে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

এছাড়া বিজ্ঞপ্তিতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ এবং নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধে অটল থাকা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং ফিলিস্তিনের পাশে থামা ও স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক