বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতে অবতরণের সময় মিয়ানমারের বিমান বিধ্বস্ত

ভারতে অবতরণের সময় মিয়ানমারের বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ভারতের মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সাথে ১৪ জন আরোহী ছিলেন।

এএনআই বলছে, ১৪ জনের মধ্যে ছয়জন আহত হয়েছেন, আর আটজন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এএনআই।

পৃথক এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মিয়ানমারের একটি সামরিক বিমান মিজোরামের লেংপুই বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীর সাথে তীব্র সংঘর্ষের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের দেশে ফেরানোর জন্য বিমানটি মিজোরামে এসেছিল।

 

চ্যালেঞ্জিং প্রকৃতির জন্য পরিচিত লেংপুই-এর বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্রোহীদের সাথে চলছে সামরিক বাহিনীর এই সংঘাত।

আর সশস্ত্র জাতিগত গোষ্ঠীর সাথে সংঘর্ষের মধ্যেই গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে যান মিয়ানমারের ২৭৬ জন সৈন্য। বিদ্রোহীদের সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের পর তারা ভারতে প্রবেশ করে আশ্রয় নেন।

এনডিটিভি বলছে, ভারত সোমবার অন্তত ১৮৪ মিয়ানমারের সেনাকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। আসাম রাইফেলসের একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, গত সপ্তাহে মোট ২৭৬ জন মিয়ানমারের সৈন্য মিজোরামে প্রবেশ করেছিল এবং সোমবার তাদের মধ্যে ১৮৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ডিসেম্বরে দৈনিক গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

২০২০ সালের জুলাই মাসে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা এতদিন দেশের সর্বোচ্চ ছিল।

চলতি অর্থবছরের রেমিট্যান্স প্রবাহ

জুন ২০২৪: ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার।
জুলাই: ১৯১ কোটি ডলার (সর্বনিম্ন)।
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার।
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলার।
অক্টোবর: ২৪০ কোটি ডলার।
নভেম্বর: ২২০ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট ২,৩৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২,৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে অর্থনীতিবিদরা আশা করছেন।

Header Ad
Header Ad

নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো দ্রুত একটি নির্বাচন আয়োজন করা। তিনি দাবি করেন, একটি সুষ্ঠু নির্বাচনই জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে পারে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তিনি উল্লেখ করেন, অতীতেও বিএনপি ৩১ দফা প্রস্তাব নিয়ে গ্রামে গ্রামে কাজ করেছে।

তিনি আরও বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময় ও জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কার আনতে হবে। তবে, গণতন্ত্রকে বিঘ্নিত করে এমন কোনো সংস্কার গ্রহণ করা যাবে না।"

তিনি অভিযোগ করেন, বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র নতুন নয়। বহুবার চেষ্টা করা হলেও বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি।

মির্জা ফখরুল বলেন, "বর্তমান সংকট সমাধানে অতি দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। সরকারকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে এক লাখ

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৫৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৪০ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল (৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে দুইজন মারা গেছেন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনাক্ত রোগীদের মধ্যে পুরুষ ছিলেন বেশি—৬৩ দশমিক ১ শতাংশ (৬৩,৮৮৬ জন), আর নারী ছিলেন ৩৬ দশমিক ৯ শতাংশ (৩৭,৩২৮ জন)। তবে মৃত্যুর হারে নারীরা সামান্য এগিয়ে—মোট মৃত্যু ৫৭৫ জনের মধ্যে নারী ৫১ দশমিক ১ শতাংশ (২৯৪ জন) এবং পুরুষ ৪৮ দশমিক ৯ শতাংশ (২৮১ জন)।

২১-২৫ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন (১৫,১১০ জন), যার মধ্যে পুরুষ ১০,২৮৪ জন। এছাড়া ২৬-৩০ বছর বয়সে ১৪,০৬৩ জন এবং ১৬-২০ বছর বয়সে ১৩,১৩৫ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (২১,২৫৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের অঞ্চল (১৮,৭৪১ জন) এবং তৃতীয় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (১৭,৮৭৯ জন)।

মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (২৩৯ জন)। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (১০৪ জন) এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকা (৫১ জন)। তবে সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।

২০২৪ সালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে (৩০,৮৭৯ জন)। মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি নভেম্বর মাসে (১৭৩ জন)।

ডেঙ্গু সংক্রমণের মাসভিত্তিক শনাক্ত এবং মৃত্যু:

- জানুয়ারি: শনাক্ত ১,০৫৫; মৃত্যু ১৬
- ফেব্রুয়ারি: শনাক্ত ৩৩৯; মৃত্যু ৫
- মার্চ: শনাক্ত ৩১১; মৃত্যু ৬
- এপ্রিল: শনাক্ত ৫০৪; মৃত্যু ২
- মে: শনাক্ত ৬৪৪; মৃত্যু ১২
- জুন: শনাক্ত ৭৯৮; মৃত্যু ৮
- জুলাই: শনাক্ত ২,৬৬৯; মৃত্যু ১৪
- আগস্ট: শনাক্ত ৬,৫২১; মৃত্যু ৩০
- সেপ্টেম্বর: শনাক্ত ১৮,০৯৭; মৃত্যু ৮৭
- অক্টোবর: শনাক্ত ৩০,৮৭৯; মৃত্যু ১৩৫
- নভেম্বর: শনাক্ত ২৯,৬৫২; মৃত্যু ১৭৩
- ডিসেম্বর: শনাক্ত ৯,৭৪৫; মৃত্যু ৮৭

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বাড়ানো ও কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে
নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান: মির্জা ফখরুল
বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে এক লাখ
নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: তারেক রহমান
বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি
দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী
ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর কারণ যা জানা গেল
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা