তাইওয়ানে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে চীন

চীন তাইওয়ানের আশপাশের এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ আগস্ট) এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে শুরু হওয়া সামরিক মহড়া থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাইওয়ান প্রণালীতে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে চীন। এ সময় তাইওয়ানের আশপাশের জলসীমা ও আকাশসীমায় ফাঁকা গুলিও ছোড়া হয়।
চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় তারা গোলাবারুদ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।
অন্যদিকে নিজেদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তাইওয়ান। চীনা যুদ্ধবিমান বার বার আকাশসীমায় প্রবেশ করে তাদের হয়রানি করছে বলে এক বিবৃতিতে জানায় তাইওয়ান।
এসজি/
