ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত
ছবি: সংগৃহীত
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সিদামা রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যম।
জানা গেছে, সিদামা রাজ্য দক্ষিণ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত। গতকাল দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অন্তত ৬৬ জন নিহত ও আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে লিখেছে, একটি বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ তারা দেয়নি। বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ ঘটনাটি ঘটেছে।
স্বাস্থ্য ব্যুরোর পক্ষ থেকে বেশকিছু ছবি শেয়ার করা হয়েছে। এসব ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। অনেককে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়।
ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কে আরো তথ্য পরে শেয়ার করা হবে। দুর্ঘটনায় পতিত যানবাহনের সংখ্যা বা মোট যাত্রীর সংখ্যা সম্পর্কে সামান্য তথ্য শেয়ার করেছে তারা।
আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। দেশটির রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।