ঢামেক হাসপাতালে করোনা রোগীর মৃত্যু
রাজধানীর মাদারটেকে রাস্তা থেকে উদ্ধার করা করোনা আক্রান্ত মো. সিদ্দিক(৫৫) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছেন।
ঢামেকের করোনা ইউনিটে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৬ জানুয়ারি মাদারটেক মাজার গলির রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা সিদ্দিক নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে করোনা পজিটিভ হওয়ায় তাকে ঢামেকে করানো ইউনিটে ভর্তি করানো হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তি তার নাম মো. সিদ্দিক বলতে পেরেছেন। আর বাড়ি কালীগঞ্জ। এর বাইরে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় নিশ্চিত করা জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
এএইচ/