বিশ্বজুড়ে কমল করোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লাখ ৪৭ হাজার ৮৬৪ জনে। তবে একদিনে প্রাণঘাতী এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে ২৮ হাজার। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৭৭ জনে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ২৫৩ জন। এতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৬৫ হাজার ৬২২ জন।
এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ৫৩ জন। এ নিয়ে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৯৪৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ৩৭৬ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। একদিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৯১ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ১০ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৮৪০ জন এবং মারা গেলেন ১১ লাখ ২৯ হাজার ১২৮ জন।
এ ছাড়াও একই সময়ে করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ২৬ জন, ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭ জন এবং মারা গেছেন ১৩৪ জন, কানাডায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ৩৮ জন, রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ৪১ জন, রোমানিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন, তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ২৪ জন, হংকংয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।
এসআইএইচ