২৪ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত, মৃত ১

গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন আরও একজন।
শনিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে ঢাকার ৯ জন এবং ঢাকার বাইরের দুজন আছেন।
বর্তমানে সারাদেশে ৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন ও ঢাকার বাইরে ৩৭ জন।
চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২৫ জন ও ঢাকার বাইরে ২৪২ জন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৬ জন। এর মধ্যে ঢাকায় ১৮৫ জন ও ঢাকার বাইরে ২০১ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।
আরইউ/এএস
