বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৪৫ কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

সারাদেশের ১৩টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা হলো ১৩৫টি। এর মধ্য দিয়ে তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হলো।

বুধবার (১৮ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। পাশাপাশি অনুষ্ঠানে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলো ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিল এবং সেখানে উপকারভোগীদের সঙ্গে পরে তিনি মত বিনিময়ও করেন।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে চারটি এবং খুলনা বিভাগে একটি খোলা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় ধাপে এর আগে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার খুলেছিলেন, যা বিনামূল্যে আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা প্রদান করে দক্ষিণ এশিয়ায় রোল মডেল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কমিউনিটি ভিশন সেন্টার থেকে এ পর্যন্ত ১৩,৩১,৫৭৭ ব্যক্তি চোখের চিকিৎসা নিয়েছেন এবং ২, ১০, ৮৬৮ জন কেন্দ্র থেকে বিনামূল্যে চশমা পেয়েছেন।

আরএ/

Header Ad
Header Ad

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। ছবি: সংগৃহীত

ডেসটিনি ২০০০ লিমিটেডের ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির অর্থ আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ১১ নভেম্বর যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডেসটিনির পরিচালক লে. জেনারেল (অব.) হারুনুর রশিদ, চেয়ারম্যান মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক, মো. সাইদ-উর রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান, গোপাল চন্দ্র বিশ্বাস, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, ফারহা দিবা, জসিম উদ্দীন ভূঁইয়া, মো. জাকির হোসেন, এস এম আহসানুল কবির বিপ্লবসহ আরও কয়েকজন।

বর্তমানে কারাগারে আছেন রফিকুল আমীন, ফারহা দিবা এবং মোহাম্মদ হোসেন। অন্যদিকে, লে. জেনারেল (অব.) হারুনুর রশিদ জামিনে রয়েছেন এবং বাকিদের মধ্যে ১৫ জন পলাতক।

২০১২ সালের ৩১ জুলাই দুদক কলাবাগান থানায় মামলা দায়ের করে। পরে, ২০১৪ সালের ৪ মে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্তে উঠে আসে, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২,২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ অর্থের মধ্যে ৫৬ কোটি ১৯ লাখ টাকা এলসি আকারে উত্তোলন করা হয় এবং ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার সরাসরি বিদেশে পাচার করা হয়।

ডেসটিনির কর্মকর্তারা আইন ভঙ্গ করে এই অর্থ আত্মসাৎ করেন। আদালতের এই রায়ে দেশের অর্থনৈতিক প্রতারণার বড় একটি দৃষ্টান্ত উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি জনগণের আস্থায় বড় আঘাত।

এ ঘটনায় আগে ২০২২ সালের ১২ মে আরেক মামলায় রফিকুল আমীনসহ ৪৬ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন। আদালতের সাম্প্রতিক এই রায় প্রমাণ করে, আইন লঙ্ঘন করে দুর্নীতি করলেই বিচারের মুখোমুখি হতে হবে।

Header Ad
Header Ad

বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক

ছবি: সংগৃহীত

দেড় বছরের শিশু ইরতিজার বাম চোখে সমস্যা নিয়ে তাকে রাজধানীর ধানমণ্ডির আই হসপিটালে ভর্তি করা হয়। তবে ভুলবশত শিশুটির বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তু থাকার কথা নিশ্চিত করেন এবং সব পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন কক্ষে নিয়ে যান। অপারেশনের পর দেখা যায়, বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে। বিষয়টি জানার পর চিকিৎসক আবারও শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বাম চোখের অপারেশন সম্পন্ন করেন।

এ ঘটনায় শিশুটির মা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, অপারেশন করার পর চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়েই পালিয়ে গেছেন।

আই হসপিটালের প্রধান নির্বাহী জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ যেই করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন। ছবি: সংগৃহীত

চারটি সংস্কার কমিশন তাদের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এই প্রতিবেদনগুলো জমা দেন।

কমিশনগুলোর মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন (নেতৃত্বে ড. বদিউল আলম মজুমদার), পুলিশ প্রশাসন সংস্কার কমিশন (নেতৃত্বে সরফরাজ হোসেন), দুর্নীতি দমন কমিশন (নেতৃত্বে ড. ইফতেখারুজ্জামান) এবং সংবিধান সংস্কার কমিশন (নেতৃত্বে ড. আলী রিয়াজ)।

প্রতিবেদন পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর পরিকল্পনা করছে। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সংস্কারের প্রস্তাবগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি কার্যকর রূপরেখা তৈরি হতে পারে।

সরকার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের গণতান্ত্রিক, প্রশাসনিক এবং সাংবিধানিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
এলপি গ্যাসের দাম বাড়ল
পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান
ভারত থেকে এক হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে