২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১২ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে এসময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ঢাকার ৫ জন এবং ঢাকার বাইরের ৭ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০১ জন এবং ঢাকার বাইরে ২২৩ জন চিকিৎসা নেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
আরইউ/এসজি
