২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ৮৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ৮৯ জনের মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি থাকা ৫০১ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২০৪ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৯৭২ জন। এ সময় মারা গেছেন ২৭৬ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর আক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরইউ/এমএমএ/