বিশ্বজুড়ে কমল করোনায় মৃত্যু ও আক্রান্ত
চলমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন ১ হাজার ৩৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে অর্ধশতাধিক। অপরদিকে একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪৭ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ৮০ হাজার ৫৩৭ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ কোটি ১ লাখ ৬৫ হাজার ৯০০ জনে।
পরিসংখ্যান বিষয়ক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের বরাত দিয়ে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ৩৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন। এর ফলে এই মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেলেন ৫৪ হাজার ৩৬৫ জন এবং আক্রান্ত হলেন ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৭৮২ জন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২৫৩ জন ও নতুন করে আক্রান্ত ৪১ হাজার ৫২৭ জন, কলম্বিয়ায় মারা গেছেন ৮০ জন ও নতুন করে আক্রান্ত ৭ হাজার ৯৩০ জন, ব্রাজিলে মারা গেছেন ১৬৫ জন ও নতুন করে আক্রান্ত ৪৩ হাজার ৩৯২ জন, ফ্রান্সে মারা গেছেন ১২০ জন ও নতুন করে আক্রান্ত ৪৯ হাজার ৫১৭ জন, দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৬২ জন ও নতুন করে আক্রান্ত ৭৫ হাজার ৭৪৪ জন, রাশিয়ায় মারা গেছেন ৫৪ জন ও নতুন করে আক্রান্ত ৭ হাজার ৪৫১ জন, চিলিতে মারা গেছেন ৫০ জন ও নতুন করে আক্রান্ত ৪ হাজার ৯৩১ জন এবং তাইওয়ানে মারা গেছেন ৪১ জন ও নতুন করে সংক্রমিত ১৯ হাজার ৮৯১ জন।
এসআইএইচ