ইস্ট ওয়েস্টে ‘সামাজিক-মানসিক পরামর্শ কেন্দ্র’ হলো
বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’ ‘স্থায়ী সামাজিক-মানসিক পরামর্শ কেন্দ্র’ উদ্বোধন করেছে।
গতকাল রবিবার, ২ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শহীদুল হাসান সেবা কেন্দ্রটি উদ্বোধন করেছেন।
এ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক মামুনসহ বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমরা মনে করি, বর্তমান সময়ে শিক্ষার্থীরা নেতিবাচক চিন্তা, খারাপ আচরণ, আর্থিক সঙ্কট, শিক্ষাগত চাপ, সমর্থনের অভাব, দুর্বল যোগাযোগ দক্ষতা, সম্পর্কের সংকট, বিচ্ছেদ, বৈষম্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার হীনমন্যতা ইত্যাদি নানা ধরনের মানসিক চাপের ভেতর দিয়ে যাচ্ছে।’
“ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির ‘সামাজিক-মানসিক সেবা কেন্দ্র’ তাদের নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য নতুন কৌশল এবং সেবা সহায়তা গ্রহণ করতে সহায়তা করবে।’’
‘উদ্বেগ, বিষন্নতা, রাগ, চাপসহ অন্যান্য মানসিক স্বাস্থ্যগত অবস্থা বুঝে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়বে ও সামাজিক ভীতি দূর করবে।’
‘শেষ পর্যন্ত, আমাদের মানসিক সহায়তা কেন্দ্র তাদের ব্যক্তিগত ও অ্যাকাডেমিক উভয় ক্ষেত্রেই কার্যকরী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’
‘নিয়মানুযায়ী ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি সেন্টারটির মাধ্যমে সর্ব্বোচ্চ মানের সেবা প্রদান করে যাবে’, উল্লেখ করেছেন তারা।
লেখা ও ছবি : জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।