সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঢাকা মেডিকেলে পরীক্ষা-নিরীক্ষায় ভোগান্তিতে রোগীরা

ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসছেন। তারা বিভিন্ন বিভাগের ডাক্তারদের কাছে গেলে সঠিকভাবে রোগ নির্ণয়ে এমআরআই, এক্সরে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করতে নির্দেশনা দিচ্ছেন।

কিন্তু রোগীরা ফি জমা থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষার জায়গায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে যে যার মতো আগে ঢুকে সেবা নিচ্ছেন। আর এমআরআই’র জন্য দীর্ঘ লাইন থাকলেও দিনে তিন-চারটা বেশি করা হচ্ছে না। এর ফলে কেউ সপ্তাহ কেউবা মাস পর্যন্ত অপেক্ষা করছেন রোগ বালাই সঙ্গে নিয়ে। অনিশ্চয়তার মাধ্যমে দিন পার করছেন রোগীরা।

ভুক্তভোগীরা জানান, ভালো সেবার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পদে পদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগ ও প্যাথলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করতে আসা বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের রেডিওলজি বিভাগে সকাল ১০টার দিকে দেখা যায় হুইল চেয়ারে বসা কবির হোসেন, বয়স ৫৯ বছর। চুয়াডাঙ্গা থেকে এসেছেন। বিভিন্ন সমস্যার কারণে ডাক্তার সিটিস্ক্যান করতে বলেছেন। তিনি সিটি স্ক্যান করেছেন ঠিকই। তবে এজন্য অনেক বেগ পেতে হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী জান্নাতুন।

পাশের রুমে এমআরআই করা হচ্ছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা রফিকুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে জানান, ‘আমার স্ত্রীকে নিয়ে পঙ্গু হাসপাতাল, বারডেম ঘুরে শেষে ভালো চিকিৎসার আশায় ঢাকা মেডিকেলে এসেছি। আমার স্ত্রী সোজাভাবে দাঁড়াতে পারে না। তাই ডাক্তারকে দেখিয়েছি। এমআরআই করতে বলেছেন। কয়েকদিন অপেক্ষা করে আজ সিরিয়াল পেয়েছি। কিন্তু ঘণ্টাখানেক হয়ে গেল, এখনো ভেতরে যেতে পারিনি।

এত দেরি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন থেকে চারটার বেশি এমআরআই করে না। তাই অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। এ সময় জাহিদ নামে একজন স্টাফ বলেন, দিনে তিন-চারটার বেশি এমআরআই হয় না। সিটি স্ক্যান সকাল থেকে রাত পর্যন্ত চলে। কিন্তু এমআরআই সেভাবে হয় না। ডাক্তারদের সুপারিশে এমআরআই করা হয় এখানে। এ ছাড়া ভর্তি রোগীদেরও করা হয়। যারা আগে থেকে সিরিয়াল দিয়েছেন তারাই সুযোগ পাবেন। টাকা জমা দিলেও এর বেশি হবে না, আবার কালকে তাদের আসতে হবে।

এ সময় কুমিল্লা থেকে আসা হাফেজা বেগম বলেন, ভালো হওয়ার জন্য ডাক্তার দেখিয়েছি। এমআরআই করতে হবে। এখানে বৃহস্পতিবার এসেছিলাম। তারা বলেছে, আজকে আসতে, এমআরআই করতে এসেছি। কিন্তু ডাকছে না এখনো। এক ঘণ্টা পার হয়ে গেছে। কখন ডাকবে তাও জানিনা। এখনো টাকা জমা নেয়নি। তাই হবে কিনা জানিনা। এভাবেই দুশ্চিন্তার কথা জানান হাজেরা বেগম।

রেডিওলোজি বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এক্সরে। বিভিন্ন এলাকা থেকে এক্সরে করতে এসেছেন অনেকেই। এসময় কাচপুর থেকে আসা ৬০ বছরের নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে পারছি না। কিন্তু অনেকেই লাইনে না থেকেও ভেতরে ঢুকে যাচ্ছেন। ভালো চিকিৎসা করতে এসে চরম ভোগান্তি রে বাবা এখানে’।

এদিকে ভালো চিকিৎসার জন্য বিভিন্নভাবে রক্ত পরীক্ষারও নির্দেশনা দেন ডাক্তাররা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা জহির ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘শনিবারে রক্ত পরীক্ষা করেছি। একদিন পরই ২০৮ রুমে রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু আজ সকালে এসেও কোনো রিপোর্ট পাচ্ছি না। কেচি গেটের ভেতর থেকে একবার বলছে দুপুরে, আবার বলছে বিকালে। কোনো নিশ্চয়তা পাচ্ছি না, কখন পাব রিপোর্ট। আসল ঘটনা কি তা বুঝা যাচ্ছে না’।

একই অভিযোগ করেন কাচপুর থেকে আসা কোহিনুরও।

ঝালকাঠি থেকে আসা আব্দুল আউয়াল বলেন, এমআরআই করতে হবে মাসখানেক হয়ে গেছে। ডেট পাচ্ছি না, অবশেষে আজ ডেট পেয়েছি। কিন্তু এখনো বাইরে অপেক্ষা করতে হচ্ছে। আজকে পাব কিনা সন্দেহ।

এদিকে রেডিওলজি বিভাগের নিচতলায় দেখা যায়, হোসনেয়ারা বেঞ্চে শুয়ে আছেন। এক্সরে করতে হবে কিন্তু তার স্বজন লাইনে দাঁড়িয়েও সিরিয়াল পাচ্ছে না। অথচ অনেকে এসেই ‘ম্যানেজ’ করে এক্সরে করিয়ে নিচ্ছেন বলে তার মেয়ে তানিয়া অভিযোগ করেন।

এ বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আলট্রাসনোগ্রাম। কুমিল্লা থেকে আসা জাহিদ নামে একজন অভিযোগ করে ঢাকাপ্রকাশকে বলেন, সকাল আটটায় এসে ব্যাংকের সিরিয়াল দিয়েছি। সামনে ২০ জন ছিল, টাকা জমা দিয়ে আল্ট্রাসনোগ্রামের সামনে এসে দেখি ৪০ জন। এখনো আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে অনেকে ভেতরে ঢুকে যাচ্ছেন। কিন্তু আমি যেতে পারছি না। তার পেছনে নোয়াখালী থেকে আসা আমেনা বেগম একই অভিযোগ করে বলেন, এখানে কোনো লাইনের বালায় নাই রে বাবা। আমি বয়স্ক মানুষ তাও দাঁড়িয়ে। অনেকেই আগেই চলে যাচ্ছে। যাদের কেউ আছে মনে হয় ঢুকে পড়ছে।

সার্বিক ব্যাপারে জানতে চাইলে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহরিয়া হক জেরিন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের দুইটা এমআরআই মেশিন ছিল। একটা দুই বছর হলো নষ্ট হয়ে গেছে। তাই পরিচালককে জানানো হয়েছে। শুনেছি স্বাস্থ্য মন্ত্রণালয়েও এমআরআই মেশিনের চাহিদাপত্র দেওয়া হয়েছে। আপাতত একটা দিয়েই ২৪ ঘণ্টা সার্ভিস দেওয়া হচ্ছে। দিনে ২০ থেকে ২৩টা এমআরআই করা হচ্ছে। আমাদের অন্যান্য মেশিন ভালো আছে। তাই সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে।

রোগীরা ঠিকমতো রিপোর্ট পান না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক সময় ডাক্তাররা ছুটিতে থাকে, অনেকে দেরিতে আসে। এ জন্য সময় মতো দিতে দেরি হয়। এ ছাড়া টেকনেশিয়ানেরও অভাবে রয়েছে। তারা সংখ্যায় বেশি থাকলে পরীক্ষা দ্রুত করা যায়। সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীর চাপ বেশি থাকে। তাই একটু ভিড় দেখা যায়। সিরিয়াল মেইনটেইন করার জন্য আনসার বাহিনী রয়েছে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরও কেউ সেবা না পেয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএ/আরএ/

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি