করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭৪৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৯ হাজার ৭৯২ জন। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ৮২ হাজার ৫৬ জন। দৈনিক প্রাণহানি ও শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে জাপান।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ সব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ লাখ এক হাজার ৭০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জনে। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৩১৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩১৮ জন। এ নিয়ে জাপানে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৯০ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৯৮ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩০৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৫৬৬৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১৩১ জন, জার্মানিতে ১২০ জন, ইতালিতে ৯১ জন, ফ্রান্সে ৫৫ জন, রাশিয়ায় ৯১ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৪২ জন। দক্ষিণ কোরিয়া নতুন আক্রান্ত ৮৯ হাজার ৫৬৮ জন ও মারা গেছেন ৬৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আরএ/