মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
বিশ্বজুড়ে বেড়েই চলছে বিরল ভাইরাস সংক্রমণ জনিত রোগ 'মাঙ্কিপক্স'। এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্স নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৯২ জনের বেশি মানুষের দেহে এই রোগ শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন আরও ৫০ জন ব্যক্তির সংক্রমণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রোগটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যাদের লক্ষণ আছে তাদের সংস্পর্শে আসার মাধ্যমে রোগটি হচ্ছে। এ রোগের বিস্তার রোধে সামনের দিনগুলোতে নির্দেশনা ও পরামর্শ দেবে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড হেম্যান বলেন, রোগটি যৌন সংক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। এটি যৌন ক্রিয়ার মধ্য দিয়ে ছড়াচ্ছে। মাঙ্কিপক্স যৌনবাহিত রোগের মতো সংক্রমিত হচ্ছে। যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সমকামী-উভকামী কম বয়স্ক পুরুষরা মাঙ্কিপক্স রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। তবে কী কারণে তারা এত বেশি আক্রান্ত হচ্ছেন সেটা এখনও পরিষ্কার নয়। এটা কেবল কাকতালীয় ব্যাপার নাকি যৌন আচরণের ফলে রোগটি সহজে ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট নয়।
মাঙ্কিপক্স মানুষ থেকে মানুষে ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত কারো ঘনিষ্ট সংস্পর্শে এলে রোগটি অন্যজনের দেহে সংক্রমিত হতে পারে। চোখ, মুখ, নাক, ফাটা বা কাটা চামড়া দিয়ে মাঙ্কিপক্স মানুষের দেশে ঢুকতে পারে।
উল্লেখ্য, ইউরোপের বেশ কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১৫টি দেশের ৯২ জনের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসজি/