ইসরায়েলসহ আরও দুই দেশে মাঙ্কিপক্স শনাক্ত
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বিরল ভাইরাস সংক্রমণ জনিত রোগ 'মাঙ্কিপক্স'। নতুন করে বিশ্বের আরও তিনটি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশ তিনটি হলো- ইসরায়েল, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড।
এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্তের তথ্য নিশ্চিত করেছে অস্ট্রিয়া। এর আগে ইসরায়েল ও সুইজারল্যান্ডে একজন করে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণ করে দেশে ফিরেছেন বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন একজন রোগীর বিষয়টি তদন্ত করে দেখছে ইসরায়েল।
যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ৯২ জনের বেশি মানুষের দেহে এই রোগ শনাক্ত হয়েছে।
মধ্য ও পশ্চিম আফ্রিকায় মাঙ্কিপক্সে খুব সাধারণ একটি রোগ। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে মাঙ্কিপক্সে আক্রান্ত কয়েক হাজার রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি।
মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিষয়টি বিস্মিত করেছে বিজ্ঞানীদের। তবে এ রোগটি মানুষ থেকে মানুষে ছড়ানোর ও ব্যাপক সংখ্যক জনগণ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মাঙ্কিপক্সের কারণে সৃষ্ট অসুস্থতা মৃদু। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সন্দেহভাজন আরও ৫০ জন ব্যক্তির সংক্রমণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব ব্যক্তি কোন দেশের সেটি উল্লেখ না করে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এসজি/