করোনা: দেশে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ২৬০
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
মৃত ২ জন ঢাকা ও রংপুর বিভাগের। মৃত উভয়ের বয়স ৬০ বছরের উর্ধ্বে।
গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
২৪ ঘণ্টায় মৃত ২ জনই পুরষ। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪৫ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫১টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৪১টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ১০৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি।
/এএস