রমেকে ১৬০ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ক্যানসার হাসপাতাল
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ১০০ শয্যা বিশিষ্ট ক্যানসার হাসপাতাল। কলেজ ক্যাম্পাসে নির্মাণ করা হচ্ছে ১৫তলা বিশিষ্ট এই ভবন।
হাসপাতালটি নির্মাণে এরই মধ্যে দরপত্র আহ্বানের পর কাজ পুরোদমে শুরু হয়েছে। এখন চলছে ২৪ ফুট মাটির নিচ থেকে পাইলিং শেষে বেজ ঢালাইয়ের প্রস্তুতি।
এই অত্যাধুনিক ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল থেকে সুচিকিৎসা পাবে রংপুর বিভাগ তথা উত্তর অঞ্চলের হাজার-হাজার ক্যানসার রোগে আক্রান্ত মানুষ।
রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খন্দকার জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ১ একর ৩৭ শতক জমির উপর অত্যাধুনিক ১০০ শয্যার ক্যানসার হাসপাতালটি নির্মাণ করা হবে। হাসপাতালের মূল ভবন নির্মাণে ব্যয় হবে ৯২ কোটি টাকা। হাসপাতালটি গোছানোর কাজে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। এই হাসপাতালে রোগী বহন ও রোগীর আত্মীয় স্বজনদের চলাচলের জন্য থাকছে ৬টি লিফট, ২ হাজার কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন বেড লিফট থাকবে।
আরও জানা গেছে, ১৫তলা হাসপাতালের ভিত্তি হবে ডবল বেজমেন্ট। ১৩ হাজার ৩৪২ স্কয়ার ফিটের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে থাকছে টেস্টল্যাব। যাতে কোনো রেডিয়েশন না ছাড়তে পারে। প্রথম তলার ১১ হাজার ১৩৬ স্কয়ার ফিট জায়গায় হবে স্টোর রুম, রোগী ও তাদের স্বজনদের বসার স্থান, ক্যান্টিন, অফিস রুমসহ মেনেজমেন্ট অফিস। দ্বিতীয় তলালায় ১৩ হজার ৮২৬ স্কয়ার ফুট জায়গায় হবে চিকিৎসকদের চেম্বার। তৃতীয় তলার ১৪ হাজার ৬৯৮ ফুটে থাকবে চিকিৎসকদের সভাকক্ষ, ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ, নার্সেস স্টেশন ও ক্যানসার রোগীদের ক্যামোথেরাপির ল্যাব। চতুর্থ তলায় ১৪ হাজার ৭৪৪ ফিটে হবে ৫০ শয্যার পুরুষ ওয়ার্ড এবং পঞ্চম তলায় ৫০ শয্যার মহিলা ওয়ার্ড। ষষ্ঠ তলায় থাকবেন প্রফেসর, মেডিকেল অফিসার, রেকর্ড রুম, হাসপাতালের দাপ্তরিক কাজের স্থান। সপ্তম থেকে চৌদ্দতলা পর্যন্ত কী হবে তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক, সীমানা প্রাচীর, ভূমি উন্নয়ন, ভূগর্ভে পানির রিজার্ভ ট্যাংক, বৃক্ষ রোপণ, ফুটপাত, ড্রেন, পাম্প হাউজ, বৃষ্টির পানি ধারণের জন্য অত্যাধুনিক ট্যাংক, ইন্টার কম সিস্টেম, ১১০০ কেভি ট্রন্সফরমার স্থাপন, এইচটিএলটি ক্যাবলসহ ক্যানসার চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. রেজাউল করিম জানান, রংপুরে এটি হবে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল। এই হাসপাতালের সব কিছুই হবে অত্যাধুনিক। বিশ্বে যে ধরনের ক্যানসারের চিকিৎসা হয় তা রংপুরেই হবে।
টিটি/