বুস্টার ডোজ শুরু কাল
আগামীকাল রোববার (১৯ ডিসেম্বর) থেকে ঢাকায় করোনার বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাজধানীর একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। পরে এর আওতা ধীরে ধীরে বাড়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এখন বয়স্কদের টিকা দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রমের সূচনা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারির কর্মীদের আগে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে কার্যক্রম চলছে। নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডের নিয়মিত টিকাদান কার্যক্রমের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির কর্মী, যাদের দুই ডোজ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিডের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।
করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া যারা সম্পন্ন করেছেন তাদেরকেই একটি নির্দিষ্ট সময় পর তৃতীয় ডোজ নিতে হবে এবং এটিকেই বুস্টার ডোজ বলা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার যাদের টিকা দিয়ে বুস্টার ডোজের সূচনা হবে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে।
রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
এর আগে ১৩ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ৬০ বছরের বেশি বয়সীদের করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া ডিসেম্বর মাস থেকেই শুরু হবে। ওই দিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
এসএন