শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি

ছবি: সংগৃহীত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এই তথ্য দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তৃত হতে পারে। একই সময়ে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) একই সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

Header Ad
Header Ad

লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের। তিনি দাবি করেছেন, দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটিক প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।

ট্রাম্প গভর্নর নিউসমের বিরুদ্ধে পানি অপচয়ের অভিযোগ তুলে বলেছেন, তার অব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, "গ্যাভিন নিউসমের পদত্যাগ করা উচিত। এই দাবানল তার ব্যর্থতার প্রতীক।"

এদিকে, দাবানলে প্রাণহানি বেড়ে পাঁচজনে পৌঁছেছে এবং প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে শতকোটি ডলারের বাড়িও রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩ লাখ ১১ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রস্তুতির অভাব এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দাবানল মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

Header Ad
Header Ad

দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর নয়। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, সম্প্রতি নিপা ভাইরাস পরীক্ষার জন্য ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে নিপা ভাইরাস না পাওয়া গেলেও পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিওভাইরাসের লক্ষণ ও প্রভাব:

- এটি সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।
- আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে।
- জটিল ক্ষেত্রে নিউমোনিয়া ও এনকেফালাইটিস (মস্তিষ্ক প্রদাহ) হতে পারে।
- শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে।

অধ্যাপক তাহমিনা আরও উল্লেখ করেন যে, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেলেও তাদের রোগের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। নতুন এই ভাইরাস শনাক্তকরণ গবেষণাটি ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।

প্রসঙ্গত, রিওভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে এবং এটি শীতকালীন সময়ে বেশি সক্রিয়।

Header Ad
Header Ad

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রাকালে তাকে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট অফলোড করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “বিমানের লন্ডনগামী ফ্লাইটের আগে তার পাসপোর্ট অফলোড করা হয়। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।”

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ বিমান থেকে নামিয়ে দেয়। সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, “নাসরিন আক্তার নিপুণকে আটক বা গ্রেফতার করা হয়নি, কেবল জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিপুণ গণমাধ্যম থেকে দূরে ছিলেন। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন। তবে তার লন্ডনগামী ফ্লাইট বাতিলের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী