বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আবারও বাড়বে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে থাকবে ঠাণ্ডা বাতাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওপর দিয়ে বুধবার (৮ জানুয়ারি) থেকে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতি পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের প্রকোপ বাড়বে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেছেন, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) পশ্চিমা লঘুচাপের ঊর্ধ্বমুখী অংশ বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করে পূর্ব দিকে অগ্রসর হবে। তবে এর নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় অঞ্চলের কাশ্মীর এলাকা থেকে শীতল বাতাস নিয়ে আসবে। এই বাতাস মধ্য ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো পেরিয়ে বুধবার সকাল থেকে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে বুধবার সকাল থেকেই দেশের বেশির ভাগ অঞ্চলে কুয়াশা ও ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জানুয়ারি মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ মঙ্গলবার সন্ধ্যার পর ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই প্রভাব আগামীকাল সকালেই বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় দেশের মানুষকে শীতকালীন সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Header Ad
Header Ad

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি।’

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল।

রুহুল কবির রিজভী বলেন, এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহিদদের নামে নামকরণের আহ্বান জানাচ্ছি।

এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এমন তথ্য জানানো হয়।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরই জানা গেল, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

Header Ad
Header Ad

হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর সবসময় উচ্চারিত হয়েছে।"

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ে "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র" বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "এই কুমিল্লা থেকেই ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত থাকবে। ২৪-পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা ও বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নযাত্রা এই কুমিল্লা থেকেই শুরু হবে।"

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নানা অজুহাত দেন যে সিন্ডিকেট, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত বদল হয়েছে। কিন্তু এসব অজুহাত শোনার জন্য আপনাদের সরকারে বসানো হয়নি। আমরা আপনাদের এনেছি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের আগে আমরা যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলাম, সেই অবস্থান পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।"

কুমিল্লাকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Header Ad
Header Ad

সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

সৌদি আরবে ভয়াবহ বন্যা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন শহর মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এর মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির এবং জাজানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাতের মধ্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে তার উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

এছাড়া জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স সার্ভিস।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা