আবারও নামবে বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতা
ছবি সংগৃহিত
দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ পূর্বাভাসে আর জানিয়েছে, বৃষ্টির সময় শীতের তীব্রতা কমে আসবে। তবে বৃষ্টি ও মেঘ কেটে গেলে শীতের তীব্রতা আবারও বেড়ে যাবে।
এদিকে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীসহ দেশের সর্বত্র শীতের প্রকোপ আরও বেড়েছে। চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন। এর পাশাপাশি আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে— মঙ্গলবার ঢাকাসহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা বলেন, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০–এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি বলেন, আগামীকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে তা মাঝারি না হয়ে মৃদু হতে পারে।